আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের একটি সাবমেরিন ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে। এর পরপরই দেশটির নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে নেমেছে।
স্থানীয় সময় বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে একটি সামরিক অনুশীলনে অংশ নিচ্ছিল এই সাবমেরিন। হঠাৎ করেই তার খোঁজ মিলছে না।
সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এরই মধ্যে কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এই সাবমেরিন খুঁজতে অস্ট্রেলিয়া ও সিঙ্গপুরের সাহায্য চাওয়া হয়েছে।