ঢাকা: করোনা পরিস্থিতিতে বাহরাইন থেকে ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের সে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার ( ১৭ জানুয়ার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনে অবস্থিত বাংলাদেশ মিশন দেশটির সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। তবে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের ফেরত নেয়ার বিষয়টি একান্তই বাহরাইন সরকারের এখতিয়ারভুক্ত বলে জানায় মন্ত্রণালয়।