
ঢাকা: প্রধাম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় আগামী ১১ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪১টি ইউপি ও সবগুলো পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য জানান।
তিনি বলেন, ৪১টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং ৯টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট হবে। ২ মার্চের পর এসব ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।