
স্পোর্টস ডেস্ক : দাপুটে জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। গুন্দোগানের জোড়া গোলে ওয়েস্ট ব্রম আলবিয়নকে তাদেরই মাঠ স্যাম অ্যালার্ডিসে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে সিটিজেনরা।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে আলবিয়নের চেয়ে এখনও কেউ এত বেশি গোল হজম করেনি। ২০ ম্যাচ শেষে মাত্র ১১ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় আছে তারা।
ষষ্ঠ মিনিটে গুন্দোগানের গোলে শুরু সিটির উৎসব। জার্মান মিডফিল্ডার দ্বিতীয় গোল পান ৩০তম মিনিটে। এর আগে ২০তম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন কানসেলো। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোল করেন রিয়াদ মাহরেজ। ৫৭তম মিনিটে ওয়েস্ট ব্রমের জালে শেষ বলটি পাঠান রহীম স্টার্লিং।
এই জয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সিংহাসন দখল করেছে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ইউনাইটেড।