
অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির সাথে মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আন্ধারীঝাড়ে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার দুপুরে রায়গঞ্জ হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ওরফে নুরু মন্ডল (৬২) মোটরসাইকেল যোগে বাড়ী থেকে বেড়িয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের আন্ধারীঝাড় বাজারের আইনাল মন্ডলের চাতালের সামনে পৌছলে একটি ট্রলির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু ঘটে। নিহত নুরুজ্জামান মন্ডল রায়গঞ্জ ইউনিয়ন পরিষদে দুবার চেয়ারম্যান নিবার্চিত হন। স্থানীয় জনতা ট্রলিটি আটক করেছে।
ট্রলিটির চালক মারাত্মকভাবে আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।