Print
প্রচ্ছদ » জাতীয়
Tue, 28 Jan, 2014

শিরীন শারমিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট

ঢাকা : স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ঘোষণা করে গেজেট জারি করেছে নির্বাচন কমিশন।

আর কোনো প্রার্থী না থাকায় রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ আজ সকালে এই আসনের উপনির্বাচনে শিরীন শারমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয় বলে ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান জানান।

এর ফলে বর্তমান স্পিকার শিরীন শারমিন নির্বাচিত সংসদ সদস্য হিসাবেই বুধবার দশম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে পারবেন। পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও আইনি বাধা থাকবে না।