Print
প্রচ্ছদ » বাংলাদেশ
Tue, 28 Jan, 2014

বেনাপোলে ১২ কেজি ওজনের কালি মুর্তি উদ্ধার

বেনাপোল : বেনাপোল -যশোর সড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টে ঈগল পরিবহন তল্লাশি করে ১২ কেজি ওজনের একটি ব্রোঞ্জের কালি মুর্তি উদ্ধার করেছে বিজিবি।


মঙ্গলবার বেলা সাড়ে ৪ ঘটিকার সময বিজিবি এ মুর্তি উদ্ধার করে।


২৬ বিজিবি, লে. কর্নেল মতিউর রহমান জানান, বেনাপোল থেকে ঢাকা গামি ঈগল পরিবহনের একটি বাসে আমড়াখালি চেকপোষ্টে তল্লাশি করলে বাসের টুল বক্সের ভিতর ১২ কেজী ওজনের মুর্তিটি পাওয়া যায়। তবে মুর্তি পাচারের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।