Print
প্রচ্ছদ » বিনোদন
Tue, 28 Jan, 2014

উধাও সানি লিওনের অন্তর্বাস!

বিনোদন ডেস্ক : শুটিং স্পট থেকে উধাও হল বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের অন্তর্বাস। বলিউড জগতে কত কিছুই না ঘটে। শুটিং সেট থেকে দামি গহনা, দামি পোশাক চুরি হয়ে যায়। তাই বলে অন্তর্বাসও!

মিড ডে রিপোর্ট অনুযায়ী, ‘রাগিনি এমএমএস-টু’ ছবির সেট থেকে সানির দামি অন্তর্বাসটি খুঁজে পাওয়া যাচ্ছেনা।

আরও জানা গেছে, ছবির দৃশ্যের জন্য সানি একটি ধূসর রঙের অন্তর্বাস পড়েছিলেন। শুটিং শেষে সবাই আবিস্কার করলেন, সানির সেই পোশাকটি নেই। পোশাকটির আরেকটি দৃশ্যায়ন বাকি ছিল। কাজেই অতিরিক্ত ব্যয় হিসেবে প্রযোজককে আবারো ৫০ হাজার রূপি মুল্যের সেই একই পোশাক কেনার জন্য অনলাইনে অর্ডার করতে হয়েছিল।

এই ঘটনার পর পাহারাদারকে ভবিষ্যতে আরও সতর্ক হতে বলা হয়েছে। অন্তর্বাস চুরি হওয়ার এ ঘটনা সত্যিই অদ্ভুত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া