স্পোর্টস ডেস্ক: নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর দিপু চাকমা। কাঠমান্ডুর সাতদোবাদো কমপ্লেক্সে পুমসে ২৯-ঊর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন দিপু। এসএ গেমসের এবারের ত্রয়োদশ আসরে দ্বিতীয় স্বর্ণপদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। মেয়েদের কারাতে কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে দেশকে সোনার পদক উপহার দেন তিনি। ছেলেদের […]