ফিচার ডেস্ক আজকের এই আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে অতীতের সব বৈচিত্র্য আর রহস্যে ওপর ভর করে। ইতিহাস, সব বিচিত্র জীবনাচরণ, রীতি রেওয়াজ, সংস্কৃতি, স্থাপত্য আমাদের চমকে দেয়। এখনো মানুষের মুখে মুখে আগের দিনের রাজা-বাদশাদের নানা কীর্তিকলাপ ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে। কোনো কোনো রীতি আবার স্থান-কাল-পাত্র ভেদে পাল্টেছে নিজের রঙ। হারেমের কথাই ধরা যাক। অন্তঃপুরের নারীদের […]