গোলাম মাওলা রনি আজ আপনাদের এমন একজন লোকের কাহিনী শোনাব যিনি জীবনের সব ক্ষেত্রে অঙ্ক মেনে চলতেন। তিনি জানতেন, অঙ্কই হলো সব বিজ্ঞানের মা। সুতরাং বিজ্ঞানের অন্যান্য শাখা-প্রশাখা অধ্যয়নের পাশাপাশি অঙ্ক নিয়ে তার আদিখ্যেতা তাকে প্রায়ই প্রিয়জনের কাছে এক অদ্ভুত প্রাণীতে পরিণত করেছিল। জীবন সম্পর্কে তার দর্শন ছিল এরূপ যে, কোনো জীবনেই সাধারণত অলৌকিক কিছু […]