আন্তর্জাতিক ডেস্ক : পরিস্থিতি উত্তপ্ত৷ তাই কাশ্মীরে প্রাণ সংশয় হতে পারে পর্যটকদের৷ এমনই আশংকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই মর্মে নিজেদের দেশের নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে৷ তবে শুধু কাশ্মীর নয়, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার জন্যও সতর্কতা জারি হয়েছে৷ যার মধ্যে রয়েছে রাজ্যের পশ্চিম ভাগের জঙ্গলমহল এলাকা৷