জাহিন সিংহ, সাভার থেকে: যিনি সাভারবাসীকে ধন্য করলেন, করলেন গর্বিত। অভিনন্দন ডা.এনামুর রহমান। নব নিযুক্ত মাননীয় ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী।আজ সাভারবাসীর আনন্দের দিন। গৌরবের ইতিহাসে নাম লেখানোর দিন। স্বাধীনতার পর এই প্রথম সাভার থেকে মন্ত্রিসভার কোন সদস্য পেলো সাভার আশুলিয়ার জনগন। মহান আল্লাহর প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাই। আপনাকে তিনিই মনোনীত করেছেন নতুন দায়িত্বের জন্যে।গভীর শ্রদ্ধা […]