
মামুনুর রশিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ১,৭৬০ পিস ইয়াবাসহ মো: মামুন মিয়া নামে এক তরুণ হাতেনাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইয়াবাসহ আটক মোঃ মামুন মিয়া(২৬), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২নং(সহশ্রাম) ধুলদিয়া ইউনিয়নের সতেরধুন গ্রামের মোঃ জামাল উদ্দিন ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,র্যাব ইয়াবাসহ আটক তরুণ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত নিজ এলাকা ছাড়াও আশপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
অভিযানে ১,৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ নগদ-১,৯০০/-(এক হজার নয়শত) টাকা, মোবাইল সেট দুইটি’সহ তাকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।