
সানাউল হক সানি, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুগার্পুরে ইজারাকৃত সোমেশ্বরী নদীর ১নং বালুঘাট থেকে সরকারী বিধিবহিভুর্ত বালু উত্তোলনের অপরাধে ২২টি বাংলা ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ মেশিন গুলো ধ্বংস করা হয়।
জানা যায়,ইজারাকৃত ওই ঘাটে দীর্ঘদিন ধরে সরকারী বিধিবহিভুর্ত বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযানের মাধ্যমে ২২টি বাংলা ড্রেজার ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আগুন দেয়া হয়।
এ সময় র্যাব ও পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র বম্র্মন ও মো. সাইফুল ইসলাম বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।