
বিনোদন ডেস্ক : শুধু কুরুচিপূর্ণ মন্তব্যই নয়, মাঝেমধ্যে একেবারে অশালীন পরিস্থিতির মুখেও পড়তে হয় তারকাদের। এবার সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকির শিকার হলেন টেলিভিশন অভিনেত্রী আয়েশা আয়েত্রী ভট্টাচার্য। তাকে এ ধরনের হুমকি দেয়ার ঘটনায় স্যোসাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
গতকাল বুধবার নিজের সোস্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন আয়েশা আয়েত্রী। সেখানে অশ্লীল ভাষায় উঠতি এই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়।
ওই পোস্টটি শেয়ার করে কলকাতা পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন আয়েশা। অভিযোগও দায়ের করেছেন।
এ ধরনের মানুষদের ‘মানসিক রোগী’ বলেও কটাক্ষ করেছেন এই অভিনেত্রী।
এদিকে আয়েশাকে অশ্লীলভাবে ধর্ষণের হুমকি দেয়ার পরই তার পাশে দাঁড়িয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। এ ধরনের হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শান্তি পাওয়া উচিত বলেও মনে করছেন অনেকে।