
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডা. নির্মলেন্দু রায় ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২২ মে) রাতে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ওই কর্মকর্তার করোনা পজিটিভের বিষয়ে জানানো হয়। পরবর্তীতে তাকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তবে এর আগে একই দিন (শুক্রবার) ওই কর্মকর্তা জেলার কালীগঞ্জ উপজেলা থেকে রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় যোগদান করেছেন বলেও লালমনিরহাট সিভিল সার্জন জানিয়েছেন।