
সানাউল হক,নেত্রকোনা প্রতিনিধি : কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতন, হামলা ও মোবাইল কোর্টে সাজা দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে সোমবার সকাল সাড়ে এগারোটায় নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এড আব্দুল হান্নান রঞ্জন, সম্পাদক শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতনকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন ও আরডিসি নাজিম উদ্দিনসহ ঘটনায় জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।