
নিজস্ব প্রতিবেদক : সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন বিএনপি চেয়ারপারসন দুর্নীতি ও দুশশাসনের সাথে আপস করে না বলেই মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রেখেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।
১ ফেব্রয়ারী ধানের শীষে ভোট দিলে বেগম খালেদা জিয়ার পক্ষে যাবে। তাকে আটক রাখা যাবে না। আজ শনিবার সকাল ১১টায় মিরপুর ৬ নং সেকশন কাঁচা বাজার এলাকায় গণসংযোগ শুরু করার আগে তিনি এসব কথা বলেন। এরপরে তিনি দুপুর ২টা
ইসিবি চত্ত্বরে পথসভা ও গণসংযোগ শুরু করবেন।
তাবিথ আউয়াল বলেন, মিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। আমরা বিজয়ী হলে এসব নির্মূলে কাজ করবো। কাউকে অন্যায় করতে দেওয়া হবে না। মিরপুর গার্মেন্টস শিল্প এলাকা। এখানে কর্মীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তায় আমরা কাজ করবো।
তিনি বলেন , বস্তিবাসীদের উচ্ছেদ করতে বারবার পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে বস্তিবাসীরা অনেক কষ্ট আছেন। আমরা নির্বাচিত হতে পারলে তাদেরকে পূর্নবাসন করবো।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএম রাজ্জাক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, জিয়া পরিষদের মহাসচিব ড.এমতাজ হোসেনসহ বিএনপি তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।