
ঢাকা : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির পেছানোর প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন এ তথ্য জানান।
দলটি আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) সারা দেশের জেলা এবং মহানগরের বিক্ষোভ করবে।
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের আহবানও জানিয়েছেন।