
নিজস্ব প্রতিবেদক : ইয়াবা বিক্রয়ের অপরাধে উজিরপুরের এক মাদক ব্যবসায়িকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের দন্ড দেয়া হয়েছে।
সোমবার এ দন্ড দেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মহাসিনুল হক। দন্ডিত সেলিম মোল্লা রায় ঘোষনার সময় উপস্থিত ছিলো। সে উজিরপুর পূর্ব ধামুরা গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর ভোর রাতে উজিরপুর ধামুরা টু মলুহার রাস্তার ব্রিজ সংলগ্ন বাদল ষ্টোরের সামনে থেকে সেলিমকে আটক করে উজিরপুর থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই থানার এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করে। একই বছরের ৭ অক্টোবর আদালতে চার্জশীট জমা দেয় থানার অপর এসআই আব্দুস সোবাহান। মামলায় ১৫ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই দন্ড দেন।