
ঢাকা : ঈদের চাঁদ দেখা ও ঈদের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর পদত্যাগের দাবি উঠেছে জাতীয় সংসদে। একইসঙ্গে দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি বাতিলের দাবিও জানানো হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়।
রাত আটটার দিকে বক্তব্য দেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৪ জুন সন্ধ্যায় ইফতারের পর সবাই যখন ঈদের চাঁদের অপেক্ষায় তখন সরকারের পক্ষ থেকে জানানো হয় চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ হবে বৃহস্পতিবার।
পরে রাত প্রায় ১১টার দিকে আবার জানানো হয় চাঁদ দেখা গেছে। ফলে জনগণের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এর দায় কোনভাবে মন্ত্রী এড়াতে পারেন না।
একইসঙ্গে আধুনিক যুগে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকার পরও চাঁদ দেখা কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। ফলে এই কমিটিও বাতিল করা হোক।